Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/allconsumerbd/public_html/wp-includes/functions.php on line 6114
Paradoxical Sajid (প্যারাডক্সিক্যাল সাজিদ) by Arif Azad
Skip to content

Paradoxical Sajid (প্যারাডক্সিক্যাল সাজিদ)

Author: Al Rayhan Himel | ⌚Last Updated On: March 10, 2024

Arif Azad’s literary contribution, “Paradoxical Sajid,” is a captivating collection of short stories centered around Islamic themes. The main character is Sajid, and he helps answer questions about Islam. The author, Arif Azad, is very good at telling stories that make us think about faith and doubt. The book is like a puzzle, mixing belief and questioning in a clever way. It’s a fun and thoughtful book for everyone to enjoy. In this anthology, the author takes on prevalent questions against Islamic beliefs, attempting to provide answers through Islamic information, reasoning, philosophy, science, and the lens of reality. 

The two volumes (Paradoxical Sajid Part 1 & 2) of this series, published in 2017 and 2019, have not only sparked debates but have also secured a prominent place among the best-selling books at the Ekushey Book Fair in Bangladesh.
This book tells the story of a person named Sajid who, at first, didn’t believe in something called faith. But as the story goes on, something special happens. Sajid starts to believe, and it feels like he is being guided by Allah. Now, Sajid is someone who believes strongly, and he becomes the person everyone goes to when they have questions about not believing or being unsure. Sajid talks about these things so well that even his friend Arif is amazed by what he says. It’s like a journey from not believing to having really strong faith.
Through “Paradoxical Sajid,” Arif Azad aims to engage with and counter opposing arguments, presenting a unique perspective on Islamic thought. The stories not only entertain but also serve as a platform for intellectual discourse within the realm of Islamic beliefs.

Paradoxical Sajid 1 (প্যারাডক্সিক্যাল সাজিদ ১)

Paradoxical-Sajid

Key Specifications

বইয়ের নাম: প্যারাডক্সিক্যাল সাজিদ (Paradoxical Sajid)
লেখক: আরিফ আজাদ (Arif Azad)
প্রকাশক: গার্ডিয়ান পাবলিকেশনস (Guardian Publications)
বইয়ের ধরন: ইসলামি আদর্শ ও মতবাদ (Islamic ideals and doctrines)
ভাষা: বাংলা (Bengali)
প্রথম প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০১৭

প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের কিছু অংশ পড়ে দেখুন:

Headline: একজন অবিশ্বাসীর বিশ্বাস

আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উঁবু হয়ে বসে আছে । খটাখট কি যেন টাইপ করছে। আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম । খুব বেশি তৃষ্ণার্ত । তৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড়। সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বললো- “কি রে কিছু হলো?”
আমি হতাশ গলায় বললাম- ‘নাহ !’
– “তার মানে তোকে তাহলে এক বছর ড্রপ দিতেই হবে?’- সাজিদ জিজ্ঞেস করলো।

আমি বললাম- “কি আর করা । আল্লাহ্ যা করেন ভালোর জন্যই করেন। সাজিদ আমার দিকে অদ্ভুদভাবে তাকালো। এরপর বললো- ‘তোদের এই এক দোষ, বুঝলি? দেখছিস পুওর এ্যাটেন্ডেন্সের জন্য এক বছর ড্রপ খাওয়াচ্ছে, তার মধ্যেও বলছিস, আল্লাহ্ যা করেন ভালোর জন্যই করেন। ভাই, এখানে কোন ভালোটা তুই পাইলি, বলতো?”
সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার। আমি আর সাজিদ রুমমেট। সে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রো বায়োলজিতে পড়ে। প্রথম জীবনে সে খুবই ধার্মিক ছিল। নামাজ-কালাম পড়তো। বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে যেন এগনোস্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে। ধর্মকে এখন সে স্রেফ আবর্জনা জ্ঞান করে। তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ। আর ‘ইশ্বর’ ধারণাটাই স্বার্থান্বেষী কোন মহলের মস্তিষ্কপ্রসূত কল্পনামাত্র।
সাজিদের সাথে এই মূহুর্তে তর্কে জড়াবার কোন ইচ্ছে আমার নেই। কিন্তু তাকে একদম উপেক্ষা করেও যাওয়া যায় না। আমি বললাম- ‘আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো, ঠিক না?’
– ‘আরে, খারাপ হওয়ার আর কিছু বাকি আছে না কি?’
– ‘হয়তো।’
– ‘যেমন?’
– “এরকমও তো হতে পারতো। ধর, আমি সারা বছর একদমই পড়াশুনা করলাম না। পরীক্ষায় ফেল মারলাম। এখন ফেইল করলে আমার এক বছর ড্রপ হয়ে যেতো। হয়তো ফেলের অপমানটা আমি মেনে নিতে পারতাম না। আত্মহত্যা করে বসতাম।’
সাজিদ হা হা হা হা করে হাসা শুরু করলো। হাসি শেষ হতে না হতেই বললো- ‘কি বিদঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই।’……….. বিস্তারিত পড়ুন

“প্যারাডক্সিক্যাল সাজিদ” বইয়ের সূচিপত্র:

প্যারাডক্সিক্যাল সাজিদ- বইয়ের সূচিপত্র

Paradoxical Sajid 1 Short Review

The main character in this story is Sajid. He is in the middle of a tale where the people close to him want him to stop believing in the creator. They ask him lots of tricky questions. However, what sets “Paradoxical Sajid-1” apart is Sajid’s remarkable responses. He thinks carefully and gives really good responses. The story is all about how Sajid deals with these questions and figures out what to believe. It’s like a journey through faith and doubt, and Sajid handles it all very cleverly.

The book unfolds as an intellectual journey, with Sajid’s explanations and examples standing out as exemplary. Drawing upon the Qur’an and seamlessly intertwining it with insights from hadith, science, philosophy, and reality, the narrative skillfully smiles at the seemingly irrational questions posed by atheists. In essence, “Paradoxical Sajid-1” becomes a reservoir of wisdom, where each paragraph systematically dismantles the logically absurd queries of atheists.

Its ability to capture the depth of logic and science inside a literary framework is what sets this novel-style book apart. Its pages contain a story as well as a masterful fusion of literary and harsh truth that readers will find compelling. Inspiring readers to consider big issues and explore further into the complex fabric of faith, “Paradoxical Sajid-1” serves as an intellectual foundation

Why You Should Read "Paradoxical Sajid"

Have you ever thought about why there are always arguments between people who believe and people who don’t? “Paradoxical Sajid” enters the discussion and provides concise, understandable answers to the pointed queries posed by doubters to believers. Reading this book is a great way to solve philosophical puzzles and gain a clear understanding of religion’s challenges. Even though the book touches on technical topics, it simplifies difficult concepts into manageable chunks. Therefore, why should you read it? In its pages, you will find not only solutions but also a gateway to understand the age-old debates that have fascinated us for years. Go into “Paradoxical Sajid” to arm oneself with knowledge and handle the long-standing conflict of ideologies.

Paradoxical Sajid 2 (প্যারাডক্সিক্যাল সাজিদ ২)

Paradoxical-Sajid-2

Key Specifications

বইয়ের নাম: প্যারাডক্সিক্যাল সাজিদ-২ (Paradoxical Sajid-2)
লেখক: আরিফ আজাদ (Arif Azad)
প্রকাশক: সমকালীন প্রকাশনী (Somakalin Prakashani)
বইয়ের ধরন: ইসলামি আদর্শ ও মতবাদ (Islamic ideals and doctrines)
ভাষা: বাংলা (Bengali)
প্রথম প্রকাশ: ১৫ ফেব্রিয়ারি ২০১৯

প্যারাডক্সিক্যাল সাজিদ ২ বইয়ের কিছু অংশ পড়ে দেখুন:

Headline: সূর্য যাবে ডুবে

আধুনিক বিজ্ঞান আমাদের প্রতিনিয়ত নানা বিস্ময়কর সব তথ্য জানিয়ে হতবাক করে ছাড়ছে। পাল্টে দিচ্ছে আমাদের রোজকার জীবন। আমাদের প্রাত্যহিক জীবনের পদে পদে বিজ্ঞানের অবদান অবশ্যই অনস্বীকার্য। বিজ্ঞানের হাত ধরেই মানুষ যাত্রা করেছে চাঁদ থেকে মঙ্গলে। বিজ্ঞানের রূপরেখা ধরেই মানুষ গভীর সমুদ্র চষে বেড়াচ্ছে। জয় করে নিচ্ছে অজেয় সব ব্যাপার। প্রাণঘাতী রোগের চিকিৎসা আমাদের জন্য বিজ্ঞান সহজলভ্য করে দিয়েছে। আধুনিক জীবনে বিজ্ঞান যেন আমাদের জীবনের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে।

অনেক অনেক সুখকর তথ্য, আবিষ্কার এবং উদ্ভাবনের সাথে সাথে বিজ্ঞান আমাদের প্রায়ই বেশ কিছু দুঃসংবাদও শুনিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম যে-দুঃসংবাদ বিজ্ঞান আমাদের সম্প্রতি জানিয়েছে তা হলো, আমাদের সূর্য একদিন তার সব তেজ-শক্তি আর আলো হারিয়ে নিঃশেষ হয়ে পড়বে।

অবাক করা ব্যাপার হলেও সত্য যে, একদিন আমাদের পৃথিবী আর সূর্যের আলোয় আলোকিত হবে না। সকালের সোনা রোদের আশায় অপ্রস্ফুটিত ফুলের কলিটি আর কখনোই প্রস্ফুটিত হবার সুযোগ পাবে না। পৃথিবী ছেয়ে যাবে অন্ধকারে। ঘোর অন্ধকার…।

বিজ্ঞান ব্যাপারটি ব্যাখ্যা করেছে এভাবে, ‘একটি পর্যায়ে গিয়ে মহাকাশের তারাগুলো তাদের সব শক্তিমত্তা, তেজ হারিয়ে ফেলবে। যেসব তারকার ভর সৌর ভরের আট গুণের কম থাকে, অন্তিম দশায় পৌঁছালে তাদের কেন্দ্রের ভর চন্দ্রশেখরের সীমা, অর্থাৎ ১.৪ গুণ সৌর ভরের নিচে থাকবে। এরকম অবস্থায় যারা পতিত হবে তাদের বলা হয় ‘শ্বেতবামন।’এর বিপরীতে, অর্থাৎ যেসব তারকার ভর সৌর ভরের আট গুণের বেশি থাকে, অন্তিম দশায় পৌঁছালে তাদের কেন্দ্রের ভর চন্দ্রশেখরের সীমা, অর্থাৎ ১.৪ গুণের মধ্যে থাকলে সেই তারকাগুলো ‘নিউট্রন’তারকায় পরিণত হবে। তবে এদের ভর যদি ৩ গুণ সৌরভর অপেক্ষা বেশি হয় তাহলে তারা আর নিজেদের ধরে রাখতে পারে না। সংকুচিত হতে হতে এরা একটি ব্ল্যাকহোলে পরিণত হয়ে যায়।

আমাদের অতি প্রিয়, অতি পরিচিত সূর্যের বেলাতেও এই কথাগুলো প্রযোজ্য। সাম্প্রতিক বিজ্ঞান আমাদের জানাচ্ছে যে, সূর্যের জ্বালানি ক্রমশ ফুরিয়ে যাচ্ছে। সূর্যের জ্বালানি হলো Hydrogen Fuel নাসার বিজ্ঞানীরা বলছেন……….. বিস্তারিত পড়ুন

“প্যারাডক্সিক্যাল সাজিদ-২” বইয়ের সূচিপত্র:

প্যারাডক্সিক্যাল সাজিদ-২ বইয়ের সূচিপত্র

Paradoxical Sajid 2 Short Review

“Paradoxical Sajid-2” is a book written by Arif Azad, and it’s like a sequel to another book he wrote called “Paradoxical Sajid-1.” The book first came out at the Ekushey Book Fair in 2017 and was published again on February 15, 2019, by Somakalin Prakashani. Even though it faced some issues with the government, it got permission to be published again.

This book tells a special story about things like creation and darkness. It shows how darkness goes away when there is light, teaching us that darkness doesn’t last forever. In a time where we can find lots of information on the internet, this book helps us know what is true and what might not be true.

In the story, the author talks about important things like Hitler’s ideas, which are not good, and compares them to what people like Karl Marx, Stalin, and Lenin thought. There are interesting chapters in the book, like “The Sun Will Set,” “Exploring Atheism Through Stories,” “Newton’s God,” and “Smaller Than an Atom.”

“Paradoxical Sajid-2” shares new ideas, corrects things that some people might be wrong about, and answers questions about Islam. With its interesting story, this book teaches us about faith and leaves a strong impression on everyone who reads it.

Arif Azad: Author of Paradoxical Sajid (Part 1 & 2)

Arif Azad is a famous writer from Bangladesh. He has gained immense popularity for his compelling works that delve into matters of faith, illuminating the path for those seeking understanding. Born in Chittagong, he completed his secondary education at the Chittagong District School, laying the foundation for his intellectual journey.
Arif Azad writes about important things like faith and understanding what is true. He has the ability to address complex subjects with clarity, especially those related to faith and the challenges posed by disbelief. His written creations serve as a beacon, guiding readers toward a deeper comprehension of spiritual matters.
One of Arif Azad’s noteworthy works, ” Paradoxical Sajid” has earned the status of a bestseller at the renowned Ekushey Book Fair, reflecting the widespread appeal of his writings. Readers have constantly praised Arif Azad’s work since the beginning of his writing career, establishing his name as a renowned author.
At the Ekushey Book Fair in 2019, Arif Azad presented “Paradoxical Sajid – 2,” the second installment in a thought-provoking series. Since this book also became a bestseller, it is clear that the author continues to attract the attention and interest of his readers. Arif Azad’s contributions to literature extend beyond mere words. They serve as a catalyst for introspection and a source of inspiration for those exploring matters of faith and belief.
The author’s writing style deserves significant praise. While addressing complex scientific matters, the author adeptly simplifies them, ensuring accessibility for all readers. Each book is a masterful portrayal of the author’s emotions and expressions, skillfully conveyed through the pen.

FAQs

প্যারাডক্সিক্যাল এর অর্থ কি?

“প্যারাডক্সিক্যাল” মানে আপাতবিরোধী, অস্বাভাবিক, প্রচলিত মতবিরোধ ইত্যাদি। এটা এমন যে যখন বিষয়গুলো পরস্পরবিরোধী মনে হয় বা প্রথমে কোনো মানে হয় না। এটি এমন পরিস্থিতি বর্ণনা করার একটি উপায় যা কিছুটা বিভ্রান্তিকর বা আশ্চর্যজনক।

প্যারাডক্সিক্যাল সাজিদ অর্থ কি?

প্যারাডক্সিক্যাল শব্দের অর্থ হচ্ছে প্রচলিত মতবিরোধী বা আপাতবিরোধী। এটি একটি ইসলামিক ছোটোগল্প সংকলন গ্রন্থ। আরিফ আজাদ রচিত প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের দুটি গ্রন্থ রয়েছে- “প্যারাডক্সিক্যাল সাজিদ ১”, “প্যারাডক্সিক্যাল সাজিদ ২”। এই দুটি গ্রন্থই প্রকাশের অল্প দিনের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ২০১৭ ও ২০১৯ সালে একুশে বইমেলায় শীর্ষ স্থান দখল করে।

প্যারাডক্সিক্যাল সাজিদ কি ধরনের বই?

“প্যারাডক্সিক্যাল সাজিদ” হল একটি বই সিরিজ যা প্রাথমিকভাবে ইসলামিক ফিকশন বা সাহিত্যের বিভাগে পড়ে। সিরিজটি কেন্দ্রীয় চরিত্র সাজিদকে ঘিরে আবর্তিত হয়েছে যে ইসলামিক বিশ্বাস, দর্শন এবং যুক্তির বিভিন্ন দিক অন্বেষণ করে। বইটি ইসলামের সাথে সম্পর্কিত প্রশ্ন এবং চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করে। বইটির লক্ষ্য ইসলামী নীতির অন্তর্দৃষ্টি প্রদান করা, সন্দেহ দূর করা এবং পাঠকদের বিশ্বাস ও সংশয় সম্পর্কে চিন্তাশীল আলোচনায় জড়িত করা।

What is the price of paradoxical Sajid?

If you’re thinking about getting “Paradoxical Sajid,” you’re in for a treat! This awesome book is around 200-250 taka on Rokomari.  Delve into the intriguing world of Sajid’s transformation from skepticism to faith without breaking the bank. So, if you want an exciting book and a good deal, go grab “Paradoxical Sajid” from Rokomari. It’s totally worth it!

Synopsis of Paradoxical Sajid

“Paradoxical Sajid” skillfully tells the tale of Sajid, a microbiology student at Dhaka University, who initially struggles with doubt but eventually rediscovers his belief in Islam. Authored by Arif Azad, who plays a side character, the book unfolds as Sajid engages in enlightening debates on the Creator’s existence. Transitioning from doubt to unwavering belief, Sajid shares his Islamic convictions with others, dispelling doubts through knowledge and reasoning. Conversations with his teacher, Mofizur Rahman, and elder brother, showcase Sajid’s rational perspectives on destiny, the Creator’s actions, and scientific concepts. The narrative also challenges misconceptions about the Qur’an’s nature, highlighting Sajid’s role as an articulate speaker promoting the virtues of Islam in various contexts.